Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Akassh
Interpretação
Jeet
Elenco
Nusrat Faria
Elenco
Shraddha Das
Elenco
Ferdous Ahmed
Elenco
COMPOSIÇÃO E LETRA
Akassh
Composição
Priyo Chattopadhyay
Letra
Akassh Sen
Composição
Priyo Chatterjee
Letra
PRODUÇÃO E ENGENHARIA
Baba Yadav
Direção de vídeo
Kusum Dhanuka
Produção de vídeo
Letra
সুরমা লাগারে আতর লাগারে
সুরমা লাগারে আতর লাগারে
আকাশে খুশির চাঁদ উঠেছে
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে
আরে ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে
মোবারক ঈদ মোবারক
মোবারক ঈদ মোবারক
মোবারক ঈদ মোবারক
মোবারক ঈদ মোবারক
রোযা রেখেছি দোয়া করেছি আল্লাহর দরবারে
সেহেরি করেছি ইফতার সেরেছি বন্ধু পরিবারে
আরে রোযা রেখেছি দোয়া করেছি
আল্লাহর দরবারে
সেহেরি করেছি ইফতার সেরেছি বন্ধু পরিবারে
আরে সেমাই বানারে পোলাও বানারে
সেমাই বানারে পোলাও বানারে
আকাশে খুশির চাঁদ উঠেছে
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে
আরে ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে
খুশির মেঝাজে ঈদে এর নামাজে যাবো মাসজিদে
শেরওয়ানি পরে কোলা কুলি করে
মাতবো দুস্তিতে
হো খুশির মেঝাজে ঈদে এর নামাজে
যাবো মাসজিদে
শেরওয়ানি পরে কোলা কুলি করে
মাতবো দুস্তিতে
ডিজে বাজারে কাওয়ালি বাজারে
আরে ডিজে বাজারে কাওয়ালি বাজারে
আকাশে খুশির চাঁদ উঠেছে
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে
আরে ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে
মোবারক ঈদ মোবারক
মোবারক ঈদ মোবারক
মোবারক ঈদ মোবারক
মোবারক ঈদ মোবারক
Written by: Akassh Sen, Priyo Chattopadhyay