Créditos

INTERPRETAÇÃO
Zubeen Garg
Zubeen Garg
Interpretação
Jeet Gannguli
Jeet Gannguli
Interpretação
Priyo Chattopadhyay
Priyo Chattopadhyay
Interpretação
Soham Chakraborty
Soham Chakraborty
Elenco
Koel Mallick
Koel Mallick
Elenco
Jaaneman (Original Motion Picture Soundtrack)
Jaaneman (Original Motion Picture Soundtrack)
Violão
COMPOSIÇÃO E LETRA
Jeet Gannguli
Jeet Gannguli
Composição
Priyo Chattopadhyay
Priyo Chattopadhyay
Letra
PRODUÇÃO E ENGENHARIA
Surinder Films Pvt. Ltd.
Surinder Films Pvt. Ltd.
Produção

Letra

তোমার আমার প্রেম
আমি আজও বুঝিনি
ওই চোখের চাওয়াতে
প্রেম আজও দেখিনি
দূরে তবু দূরে
সরে থাকতে পারিনি
কাছে এসে কেন
কাছে আসতে পারিনি
আমি আজও বুঝিনি
আমি আজও বুঝিনি
তোমার আমার প্রেম
আমি আজও বুঝিনি
ওই চোখের চাওয়াতে
প্রেম আজও দেখিনি
সুরে সুরে গানে কবিতায়
তোমাকেই খুঁজে মন
তবু হায়
তুমি দাও না ধরা
ও বারে বারে কথা থেমে যায়
আরও একা এ জীবন
মনে হয় থাকি দিশেহারা
মনের অনুরাগে
বাজে একোন রাগিনি
কাছে এসে কেন
কাছে আসতে পারিনি
আমি আজও বুঝিনি
আমি আজও বুঝিনি
তোমার আমার প্রেম
আমি আজও বুঝিনি
ওই চোখের চাওয়াতে
প্রেম আজও দেখিনি
এলোমেলো ঝড় এই বুকে
কিছুতেই থামে না
কমে না
তবু ভালোবাসা
ও মেঘে মেঘে ঢাকা দুচোখে
আসা রোদ ওঠেনা
কাটে না ধোঁয়া ধোঁয়া কুয়াশা
বুকের ব্যাথা দাগে
লেখো এ কোন কাহিনী?
কাছে এসে কেনো
কাছে আসতে পারিনি
আমি আজও বুঝিনি
আমি আজও বুঝিনি
তোমার আমার প্রেম
আমি আজও বুঝিনি
ওই চোখের চাওয়াতে
প্রেম আজও দেখিনি
Written by: Jeet Gannguli, Priyo Chattopadhyay
instagramSharePathic_arrow_out

Loading...