Créditos
INTERPRETAÇÃO
Iffat Ara Dewan
Vocais principais
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Composição
Letra
কিছুই তো হল না
সেই সব, সেই সব, সেই হাহাকাররব
সেই অশ্রুবারিধারা, হৃদয়বেদনা
কিছুই তো হল না
কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই
কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই
কিছুই না পাইলাম যাহা কিছু চাই
ভালো তো গো বাসিলাম, ভালোবাসা পাইলাম
ভালো তো গো বাসিলাম, ভালোবাসা পাইলাম
এখনো তো ভালোবাসি, তবুও কী নাই
কিছুই তো হলো না
সেই সব, সেই সব, সেই হাহাকাররব
সেই অশ্রুবারিধারা, হৃদয়বেদনা
কিছুই তো হল না
Written by: Rabindranath Tagore

