Créditos

INTERPRETAÇÃO
Agnibha Bandyopadhyay
Agnibha Bandyopadhyay
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Rabindranath Tagore
Composição

Letra

আঁধার এল ব'লে
তাই তো ঘরে উঠল আলো জ্বলে
আঁধার এল ব'লে
তাই তো ঘরে উঠল আলো জ্বলে
আঁধার-
ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে-
জেনেছি কার লীলা আমার বক্ষোদোলার দোলে, দোলে
ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে-
জেনেছি কার লীলা আমার বক্ষোদোলার দোলে, দোলে
আঁধার এল ব'লে
তাই তো ঘরে উঠল আলো জ্বলে
আঁধার-
ঘুমহারা মোর বনে
বিহঙ্গগান জাগল ক্ষণে ক্ষণে ক্ষণে ক্ষণে
ঘুমহারা মোর বনে
বিহঙ্গগান জাগল ক্ষণে ক্ষণে ক্ষণে ক্ষণে
যখন সকল শব্দ হয়েছে নিস্তব্ধ
বসন্তবায় মোরে জাগায় পল্লবকল্লোলে, কল্লোলে
যখন সকল শব্দ হয়েছে নিস্তব্ধ
বসন্তবায় মোরে জাগায় পল্লবকল্লোলে, কল্লোলে
আঁধার এল ব'লে
তাই তো ঘরে উঠল আলো জ্বলে
আঁধার এল ব'লে
তাই তো ঘরে উঠল আলো জ্বলে
আঁধার-
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...