Créditos
COMPOSIÇÃO E LETRA
SN Rasul
Letra
Shafayat Rasul
Composição
Letra
মা ভুলে যা
আমার চেহারা
মা ভুলে যা
আমার ইশারা
সাঁতরাবো আর কত
শক্তি আর নাই
আমি তোর মতন
ভীষণ ভয় পাই
মা ভুলে যা
এই দুনিয়া আমার
ভুলে যা সবাইকে
বুঝাবি কত আর?
মা ভুলে যা
আমার চেহারা
মা ভুলে যা
আমার ইশারা
মা ভুলে যা
লাভ কি কেঁদে?
মনে রাখিস না
মন যাবে ভেঙে
সময় নাই মা
বলার কি আছে?
"আর কেঁদিশ না"
থাকে আমার কাছে
মা ভুলে যা
আমার চেহারা
মা ভুলে যা
আমার ইশারা
আমার বয়স বেশ কম
তবে বুঝি একটু বেশি
যতই করিনা ঢং
মনটা ঠিকই দেশি
মা এখনই ভুলে যা
প্রত্যেকটি পাওয়া কষ্ট
মা একদম ভুলে যা
আমাদের ইতিহাস কত অস্পষ্ট
আমার মা মনে রাখে
প্রত্যেকটি পাওয়া কষ্ট
মা একদম ভুলে যা
আমাদের ইতিহাস কত অস্পষ্ট
মা ভুলে যা
আমার চেহারা
মা ভুলে যা
আমার ইশারা
গামলা-ভরা স্বপ্ন ঢেলে
ইতিহাস বানিয়ে দেখলাম
নীজের ভবিষ্যৎ না পেলে
তোর ভবিষ্যৎ লিখলাম
আমার মা মনে রাখে
চিল্লায় সে আমার নাম
আমার নাম দিয়ে ডাকে
অন্য আরেক সন্তান
মা ভুলে যা
আমার চেহারা
মা ভুলে যা
আমার ইশারা
যথেষ্ট গালি খেলি, মা
একটু হাঁসতে যদি পারতি
আদরও কম পেলি, মা
দিয়ে ফেল জীবনের কাট্টি
Written by: SN Rasul, Shafayat Rasul