Créditos
INTERPRETAÇÃO
Hridoy Khan
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Hridoy Khan
Composição
Mir Sabbir
Letra
Letra
মনে থাকে মনের মানুষ মস্ত বড় দুনিয়ায়
মনে থাকে মনের মানুষ মস্ত বড় দুনিয়ায়
জীবন নদীর কুল কিনারা খুঁইজা পাওয়া দায়
জীবন নদীর কুল কিনারা খুঁইজা পাওয়া দায়
ভালোবাসা কত কঠিন, যে বাসে সেই বোঝে
বোবায় দেখে চাইয়া চাইয়া, কানায় শুধু খোঁজে
সত্য কঠিন বন্ধু, তবু মানুষ বড় অসহায়
জীবন নদীর কুল কিনারা খুঁইজা পাওয়া দায়
জীবন নদীর কুল কিনারা খুঁইজা পাওয়া দায়
চন্দনের সুবাস আছে, বটের আছে ছায়া
প্রেমের কষ্টি পাথর ঘইষা খুঁইজা বেড়ায় মায়া
সত্য কঠিন বন্ধু, তবু মানুষ বড় অসহায়
জীবন নদীর কুল কিনারা খুঁইজা পাওয়া দায়
জীবন নদীর কুল কিনারা খুঁইজা পাওয়া দায়
মনে থাকে মনের মানুষ মস্ত বড় দুনিয়ায়
মনে থাকে মনের মানুষ মস্ত বড় দুনিয়ায়
জীবন নদীর কুল কিনারা খুঁইজা পাওয়া দায়
জীবন নদীর কুল কিনারা খুঁইজা পাওয়া দায়
জীবন নদীর কুল কিনারা খুঁইজা পাওয়া দায়
Written by: Hridoy Khan, Mir Sabbir

