Vídeo da música

Vídeo da música

Créditos

INTERPRETAÇÃO
I'MAM
I'MAM
Teclados
COMPOSIÇÃO E LETRA
I'MAM
I'MAM
Composição
Suman Shan
Suman Shan
Composição
PRODUÇÃO E ENGENHARIA
I'MAM
I'MAM
Produção

Letra

আমার মন খারাপের দিন
আজ বেজায় বে রঙিন
বড়ো দুঃখ লাগছে আজ
তোমায় ছাড়া মন খারাপ
ছিলে ক-দিন সঙ্গেতে
গেছো বহু দূরেতে
হবেনা আর দেখা
তোমার সঙ্গে তে
বেজায় আজ আমি চুপ করে আছি
[ সকাল থেকে কাটছে না যে দিন ]
বৃষ্টি ভেজা পথ চলা
একি ছাতাতে
মন এলো মেলো হলো
ঝড়ো হাওয়াতে
আজ তুমি নেই সাথে তাই একলা বৃষ্টিতে
থমকে গেছে আজ সময় চেনা রাস্তাতে
[ সকাল থেকে কাটছে না যে দিন ]
মন গড়া স্বপ্নেতে
দেখছি তোমাকে
ভিজছি আমি একলা হয়ে
চেনা বৃষ্টি তে
থমকে গেছে আজ সময় আমারই কাছে
বদলে গেছে আজ সময় তোমারও কাছে
[ সকাল থেকে কাটছে না যে দিন ]
বদলে গেছে আজ সময়
বোঝা খুব কঠিন
আমার একলা বসে থাকা
ফাঁকা কেন্টিন
মন দেওয়া নেওয়া খেলা মিথ্যে সবই ভাই
মন মরা আমি ভাবছি বসে তাই
[ সকাল থেকে কাটলো না যে দিন ]
আমার মন খারাপের দিন
আজ বেজায় বে রঙিন
বড়ো দুঃখ লাগছে আজ
তোমায় ছাড়া মন খারাপ
বেজায় আজ আমি চুপ করে আছি
[ সকাল থেকে কাটছে না যে দিন ]
Written by: I'MAM, Suman Shan
instagramSharePathic_arrow_out

Loading...