Vídeo da música

Vídeo da música

Créditos

INTERPRETAÇÃO
Jayati Chakraborty
Jayati Chakraborty
Vocais principais
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Rabindranath Tagore
Composição
Rabindra Nath Thakur
Rabindra Nath Thakur
Composição
PRODUÇÃO E ENGENHARIA
Cozmik Harmony
Cozmik Harmony
Produção

Letra

তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ
তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই
হে পূর্ণ, তব চরণের কাছে যাহা কিছু সব আছে, আছে, আছে
নাই, নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই
অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার
জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই
Written by: Rabindra Nath Thakur, Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...