album cover
Postmortem
33
Indian Pop
Postmortem foi lançado em 26 de abril de 2012 por Asha Audio Company como parte do álbum Chapter, Vol. 2
album cover
Data de lançamento26 de abril de 2012
EditoraAsha Audio Company
Melodicidade
Acústica
Valência
Dançabilidade
Energia
BPM99

Créditos

Letra

চলতে চলতে দেখা যদি হয়
"বন্ধু" বলে ডেকো আমায় তুমি
হাতটা ধরে বৃষ্টি ভিজে
পারবে কি ফিরিয়ে দিতে তোমায় তুমি? (পারবে কি?)
জেগে থেকো, আসব ফিরে
সর্বনাশা রাতে বৈধ এ passport-এ
চিঠি লিখো, শাস্তি পাবে
এ অশরীরী শরীর ছুটি নেবে ক'দিন
কষ্ট পাচ্ছি, আমার কাটাছেঁড়া চলছে
বলো কীসের অভিযোগে
আমি শুয়ে আছি তোমার পাশে
লাশকাটা ঘরে নির্লিপ্ত সহবাসে
লাশকাটা ঘরে নির্লিপ্ত সহবাসে
Report কাল পাবে
জেনেশুনে বিষ যদি দিলে
করলে কেন তবে ভালোবাসার অভিনয়
শরীর ছুঁয়ে কয়েক বছর
কাটলো আমার রূপকথার বিনিময়
ঝুলছে শরীর, দুলছে হাওয়ায় আর
চাইছে তোমায় শেষ নিঃশ্বাসে আবার
দেখা হবে, কারণ মৃত তুমিও
একটু ঘুমিও নিশ্চিন্তে খুনি আমি
বিদায় বন্ধু আজ তোমাদের জলসায়
তবু দেখা হবে এই ঠিকানায়
আমি শুয়ে আমার মৃতার শরীরে
লাশকাটা ঘরে নির্লিপ্ত সহবাসে
লাশকাটা ঘরে নির্লিপ্ত সহবাসে
লাশকাটা ঘরে নির্লিপ্ত সহবাসে
লাশকাটা ঘরে নির্লিপ্ত সহবাসে, সহবাসে
লাশকাটা ঘরে নির্লিপ্ত সহবাসে
লাশকাটা ঘরে নির্লিপ্ত সহবাসে
Report কাল পাবে
Written by: Kausiq, Prithibi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...