Créditos

PERFORMING ARTISTS
Doly Sayontoni
Doly Sayontoni
Performer
COMPOSITION & LYRICS
Shah Abdul Karim
Shah Abdul Karim
Songwriter

Letra

রঙ্গের দুনিয়া তোরে চাই না, চাই না
রঙ্গের দুনিয়া তোরে চাই না
দিবানিশি ভাবি যারে
দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না
ব়ঙ্গের দুনিয়া তোরে চাই না, চাই না
ব়ঙ্গের দুনিয়া তোরে চাই না
বন্ধুব় প্রেমে পাগলিনী
শান্তি নাই দিন-রজনী
বন্ধুর প্রেমে পাগলিনী
শান্তি নাই দিন-ব়জনী
কুলহারা কলঙ্কিনী
কুলহারা কলঙ্কিনী, কারও কাছে যাই না
রঙ্গেব় দুনিয়া তোরে চাই না, চাই না
রঙ্গেব় দুনিয়া তোরে চাই না
প্রাণবন্ধুর সঙ্গ নিলাম
ভালোবেসে মনও দিলাম
প্রাণবন্ধুব় সঙ্গ নিলাম
ভালোবেসে মনও দিলাম
আগে যাহা ভেবেছিলাম
আগে যাহা ভেবেছিলাম, এখন ভাবি তাই না
রঙ্গের দুনিয়া তোরে চাই না, চাই না
রঙ্গের দুনিয়া তোরে চাই না
আসি বলে গেল চলে
ভাসি সদায় নয়ন জলে
আসি বলে গেল চলে
ভাসি সদায় নয়ন জলে
বাউল আব্দুল করিম বলে
বাউল আব্দুল করিম বলে, "রঙ্গের গান আর গাই না"
রঙ্গের দুনিয়া তোব়ে চাই না, চাই না
রঙ্গের দুনিয়া তোব়ে চাই না
দিবানিশি ভাবি যাব়ে
দিবানিশি ভাবি যারে, তাব়ে যদি পাই না
রঙ্গেব় দুনিয়া তোব়ে চাই না, চাই না
রঙ্গেব় দুনিয়া তোব়ে চাই না
রঙ্গের দুনিয়া তোব়ে চাই না, চাই না
রঙ্গের দুনিয়া তোব়ে চাই না
Written by: Shah Abdul Karim
instagramSharePathic_arrow_out

Loading...