Vídeo de música

Letra

কে বাঁশি বাজায় রে মন কেন নাচায় রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না কে বাঁশি বাজায় রে মন কেন নাচায় রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না ঐ বাঁশি কি বিষের বাঁশি তবু কেন ভালোবাসি লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি ঐ বাঁশি কি বিষের বাঁশি তবু কেন ভালোবাসি লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি সে যে হৃদয় কখন করলো হরণ কিছুই জানি না আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না কে বাঁশি বাজায় রে মন কেন নাচায় রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরি লাজে মন যেন আজ একা একা বসে না কোনো কাজে নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরি লাজে মন যেন আজ একা একা বসে না কোনো কাজে সে যে চুপিসারে আমায় কেন দেখেও দেখে না আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না কে বাঁশি বাজায় রে মন কেন নাচায় রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না কে বাঁশি বাজায় রে মন কেন নাচায় রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না
Writer(s): Sheikh Adnan Almuqtadir Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out