Créditos
Letra
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন
সে কি অমনি হবে
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন
সে কি অমনি হবে
আপনাকে সে বাঁধা দিয়ে আমায় দেবে বাঁধন
সে কি অমনি হবে
আপনাকে সে বাঁধা দিয়ে আমায় দেবে বাঁধন
সে কি অমনি হবে
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন
সে কি অমনি হবে
আমাকে যে দুঃখ দিয়ে আনবে আপন বশে
সে কি অমনি হবে
আমাকে যে দুঃখ দিয়ে আনবে আপন বশে
সে কি অমনি হবে
তার আগে তার পাষাণ হিয়া গলবে করুণ রসে
সে কি অমনি হবে
তার আগে তার পাষাণ হিয়া গলবে করুণ রসে
সে কি অমনি হবে
আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন
সে কি অমনি হবে
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন
সে কি অমনি হবে
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন
সে কি অমনি হবে
আপনাকে সে বাঁধা দিয়ে আমায় দেবে বাঁধন
সে কি অমনি হবে
আপনাকে সে বাঁধা দিয়ে আমায় দেবে বাঁধন
সে কি অমনি হবে
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন
সে কি অমনি হবে
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন
সে কি অমনি হবে