Créditos

Letra

দিনশেষে বসন্ত যা প্রাণে গেল বলে
দিনশেষে...
তাই নিয়ে বসে আছি, বীণাখানি কোলে
দিনশেষে বসন্ত যা প্রাণে গেল বলে
দিনশেষে...
তারি সুর নেব ধরে
আমারি গানেতে ভরে
তারি সুর নেব ধরে
আমারি গানেতে ভরে
ঝরা মাধবীর সাথে যায়, যায়, যায় সে যে চলে
দিনশেষে বসন্ত যা প্রাণে গেল বলে
দিনশেষে...
থামো থামো দখিনপবন
কী বারতা এনেছ তা
কোরো না, কোরো না, কোরো না গোপন
থামো দখিনপবন
কী বারতা এনেছ তা
কোরো না, কোরো না, কোরো না গোপন
যে দিনেরে নাই মনে তুমি তারি উপবনে
যে দিনেরে নাই মনে তুমি তারি উপবনে
কী ফুল পেয়েছ খুঁজে
ওগো, কী ফুল পেয়েছ খুঁজে গন্ধে প্রাণ ভোলে
দিনশেষে বসন্ত যা প্রাণে গেল বলে
দিনশেষে...
তাই নিয়ে বসে আছি, বীণাখানি কোলে
দিনশেষে বসন্ত যা প্রাণে গেল বলে
দিনশেষে...
instagramSharePathic_arrow_out

Loading...