Letra
বনে এমন ফুল ফুটেছে
মান করে থাকা আজ কি সাজে
বনে এমন ফুল ফুটেছে
মান করে থাকা আজ কি সাজে
মান অভিমান ভাসিয়ে দিয়ে
চলো চলো কুঞ্জমাঝে
মান করে থাকা আজ কি সাজে
বনে এমন ফুল ফুটেছে
মান করে থাকা আজ কি সাজে
বনে এমন ফুল ফুটেছে
মান করে থাকা আজ কি সাজে
আজ কোকিলে গেয়েছে কুহু মুহুর্মুহু
কোকিলে গেয়েছে কুহু মুহুর্মুহু
কাননে ওই বাঁশি বাজে
মান করে থাকা আজ কি সাজে
বনে এমন ফুল ফুটেছে
মান করে থাকা আজ কি সাজে
বনে এমন ফুল ফুটেছে
মান করে থাকা আজ কি সাজে
আজ মধুরে মিশাবি মধু, পরানবঁধু
মধুরে মিশাবি মধু, পরানবঁধু
চাঁদের আলোয় ওই বিরাজে
মান করে থাকা আজ কি সাজে
বনে এমন ফুল ফুটেছে
মান করে থাকা আজ কি সাজে
বনে এমন ফুল ফুটেছে
মান করে থাকা আজ কি সাজে
মান অভিমান ভাসিয়ে দিয়ে
চলো চলো কুঞ্জমাঝে
মান করে থাকা আজ কি সাজে
বনে এমন ফুল ফুটেছে
মান করে থাকা আজ কি সাজে
বনে এমন ফুল ফুটেছে
মান করে থাকা আজ কি সাজে
Written by: Rabindranath Tagore


