Letra
প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে
বাঁধন খুলে দাও, দাও, দাও, দাও
ভুলিব ভাবনা, পিছনে চাব না
পাল তুলে দাও, দাও, দাও, দাও
প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে
বাঁধন খুলে দাও, দাও, দাও, দাও
ভুলিব ভাবনা, পিছনে চাব না
পাল তুলে দাও, দাও, দাও, দাও
প্রবল পবনে তরঙ্গ তুলিল
হৃদয় দুলিল, দুলিল, দুলিল
প্রবল পবনে তরঙ্গ তুলিল
হৃদয় দুলিল, দুলিল, দুলিল
পাগল, হে নাবিক, ভুলাও দিগবিদিক
পাগল, হে নাবিক, ভুলাও দিগবিদিক
পাল তুলে দাও, দাও, দাও, দাও
প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে
বাঁধন খুলে দাও, দাও, দাও, দাও
ভুলিব ভাবনা, পিছনে চাব না
পাল তুলে দাও, দাও, দাও, দাও


