Créditos

Letra

ফুল বলে
ধন্য আমি, ধন্য আমি মাটির 'পরে
ফুল বলে
দেবতা ওগো, তোমার সেবা আমার ঘরে
ফুল বলে
জন্ম নিয়েছি ধূলিতে
দয়া করে দাও ভুলিতে
দাও ভুলিতে, দাও ভুলিতে
জন্ম নিয়েছি ধূলিতে
দয়া করে দাও ভুলিতে
দাও ভুলিতে, দাও ভুলিতে
নাই ধূলি মোর অন্তরে
নাই নাই ধূলি মোর অন্তরে
ফুল বলে
নয়ন তোমার নত কর
দলগুলি কাঁপে থরথর, থরথর
নয়ন তোমার নত কর
দলগুলি কাঁপে থরথর, থরথর
চরণপরশ দিয়ো দিয়ো
ধূলির ধনকে করো স্বর্গীয়
দিয়ো, দিয়ো, দিয়ো
চরণপরশ দিয়ো দিয়ো
ধূলির ধনকে করো স্বর্গীয়
দিয়ো, দিয়ো, দিয়ো
ধরার প্রণাম আমি
ধরার প্রণাম আমি
তোমার তরে
ফুল বলে
ধন্য আমি, ধন্য আমি মাটির 'পরে
ফুল বলে
দেবতা ওগো, তোমার সেবা আমার ঘরে
ফুল বলে
ধন্য আমি, ধন্য আমি মাটির 'পরে
ফুল বলে
instagramSharePathic_arrow_out

Loading...