Vídeo de música

Destacado em

Créditos

PERFORMING ARTISTS
Porshi
Porshi
Lead Vocals
Rajkumar Thillaiyampalam
Rajkumar Thillaiyampalam
Performer
COMPOSITION & LYRICS
Rajkumar Thillaiyampalam
Rajkumar Thillaiyampalam
Songwriter
Goonjohn Rahman
Goonjohn Rahman
Songwriter
PRODUCTION & ENGINEERING
Kapilan Kugavel
Kapilan Kugavel
Producer
Rajkumar Thillaiyampalam
Rajkumar Thillaiyampalam
Producer

Letra

কীভাবে এত ভালোবাসো? কেমন করে মায়ায় বাঁধো আমায়? এভাবে স্বভাবে তুমি মিশে থাকো এ হৃদয়-আঙিনায় তুমি কেমন জানি, বুঝি না আমি কেন মনে হয় তবু তুমি সবটাই দিবানিশি কী যেন এখন বাড়ির টানে যেমন চাতক মনটা তোমার মতো আমার কেহ নাই, কেহ নাই বুঝে যে আমায় পুরোটাই, পুরোটাই তোমার মত আমার কেহ নাই ভালোবাসি তোমায় পুরোটাই ছোট ছোট বায়নাগুলো ভীষণ ভালো লাগে আমার আপন বলতে তুমি সবকিছুর আগে ছোট ছোট বায়নাগুলো ভীষণ ভালো লাগে আমার আপন বলতে তুমি সবকিছুর আগে বলতে পারি গল্পকথায়, লিখতে পারি ইচ্ছে-খাতায় কম হবে তোমার তুলনা ও, বলতে পারি গল্পকথায়, লিখতে পারি ইচ্ছে-খাতায় কম হবে তোমার তুলনা তোমার মতো আমার কেহ নাই, কেহ নাই বুঝে যে আমায় পুরোটাই, পুরোটাই তোমার মতো আমার কেহ নাই ভালোবাসি তোমায় পুরোটাই
Writer(s): Rajkumar Thillaiyampalam, Goonjohn Rahman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out