Créditos
PERFORMING ARTISTS
Kabir Suman
Performer
COMPOSITION & LYRICS
Kabir Suman
Songwriter
Letra
মানুষে মানুষে টান
ওসব পুরোনো গান
সেই গান মনে নেই
দুনিয়া পাল্টাবেই
চেনা মুখ, চেনা হাত
হারিয়েছে এই রাত
বিশু, কালু, শঙ্কর
কোথায় তাদের ঘর
চেনা ঘর হলো ভাঙা
হতবাক মাছরাঙা
চেনা পুকুরটা নেই
দুনিয়া পাল্টাবেই
একলা কুকুর ডাকে
কেউ চিনবে না তাকে
বৃথাই পাহারা তার
চেনা লোক নেই আর
মুদীর দোকানে চেনা
বিস্কুট আসবে না
শঙ্কর মুদী নেই
দুনিয়া পাল্টাবেই
মানুষে মানুষে টান
ওসব পুরনো গান
সেই গান মনে নেই
দুনিয়া পাল্টাবেই
চেনা মুখ, চেনা হাত
হারিয়েছে এই রাত
বিশু, কালু, শঙ্কর
কোথায় তাদের ঘর
Written by: Kabir Suman

