Vídeo de música

Hridoyer Rong | Ghare And Baire | Jisshu | Koel | Anupam Roy | Lagnajita | Mainak Bhaumik
Veja o vídeo de música de {trackName} de {artistName}

Destacado em

Créditos

PERFORMING ARTISTS
Anupam Roy
Anupam Roy
Performer
COMPOSITION & LYRICS
Anupam Roy
Anupam Roy
Songwriter

Letra

ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে? ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না তুমি চিরদিন, ভীষণ কঠিন তোমার ঘর ভেসে যায় ওরা মুখ দেখে বুঝতে পারে না তুমি চিরদিন, ভীষণ কঠিন তোমার ঘর ভেসে যায় ওরা মুখ দেখে বুঝতে পারে না ওরা এ মন কেমন বোঝে না ওরা আসল কারণ খোঁজে না তুমি চিরকাল, স্বপ্নে মাতাল হেঁটে সারাজীবন ধরে, ঝড় বৃষ্টি মাথায় করে তুমি চিরকাল, স্বপ্নে মাতাল হেঁটে সারাজীবন ধরে, ঝড় বৃষ্টি মাথায় করে ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না
Writer(s): Anupam Roy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out