Vídeo de música

Kanna Amar| Ghare And Baire| Jisshu| Koel| Savvy| Mainak Bhaumik
Veja o vídeo de música de {trackName} de {artistName}

Destacado em

Créditos

PERFORMING ARTISTS
Savvy
Savvy
Performer
COMPOSITION & LYRICS
Savvy
Savvy
Composer
Dipanshu Acharya
Dipanshu Acharya
Songwriter

Letra

Please, please, please সামলে থাকিস Please, please সাবধানে যাস পৌঁছে জানাস সব, সব, সব স্বপ্ন কাবার আর, আর কান্না আমার থামছে না আর তোকে ছাড়া ভাবিনি কিছু জানি অযথা ডাকছি পিছু যাস না চলে এই বিকেলে আমায় ফেলে ভালোবাসি... যত খুটিনাটি বন্ধুতা পাশাপাশি... কিছু আলো, কিছু অন্ধকার কান্না আমার থামাছে না আর কান্না আমার থামবে না আর যায়, যায়, যায় সব ভেঙে যায় আয়, আয় তুই ফিরে আয় আমার পাড়ায় বল, বল, বল তুই হলি কার? আর, আর কান্না আমার থামছে না আর আমি এখানে বড্ড একা শুধু লুকিয়ে স্বপ্ন দেখা এই শ্রাবনে আপন মনে মন কেমনে ভালোবাসি... যত খুটিনাটি বন্ধুতা পাশাপাশি... কিছু আলো, কিছু অন্ধকার কান্না আমার থামাছে না আর কান্না আমার থামবে না আর
Writer(s): Dipanshu Acharya, Savvy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out