Vídeo de música

Khushir Anek Range With Lyrics | Alka Yagnik
Veja o vídeo de música de {trackName} de {artistName}

Créditos

PERFORMING ARTISTS
Alka Yagnik
Alka Yagnik
Lead Vocals
COMPOSITION & LYRICS
Anu Malik
Anu Malik
Composer
Mukul Dutt
Mukul Dutt
Songwriter

Letra

খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো দিনরাত সাথে বাঁধা তবু সাথে চলে না তো অশ্রু সুখের দুঃখের যাই হোক সে শুধু জল তো অশ্রু সুখের দুঃখের যাই হোক সে শুধু জল তো চোখের জলের কোন আর নাম হয় না তো খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো দিনরাত সাথে বাঁধা তবু সাথে চলে না তো সব কথা সেই একই পরিণাম এক নয় তো সময়ের দেওয়া দাগ যে সারাজীবন রয় তো নিজের পরিচয় যে নিজেই ভুলে যায় সে নিজের পরিচয় যে নিজেই ভুলে যায় সে সবই আছে তার তো শুধু প্রাণ নেই তো খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো দিনরাত সাথে বাঁধা তবু সাথে চলে না তো কখনো হয় এমন চেহারায় মিলে থাকে ঘোমটায় ঢাকা সেই মুখ মালা সে ফুলে গাঁথা আপন কেউ নয় কো, তবু এ পর নয় তো আপন কেউ নয় কো, তবু এ পর নয় তো মনের দ্বার খুলে তাকে ডাকা যাবে না তো খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো দিনরাত সাথে বাঁধা তবু সাথে চলে না তো কি চায় যে এ মন ভীড়ে পেয়েও একেলা তাকেই যে ঘিরে থাকে স্মৃতির এক মেলা পৃথিবী হারিয়ে যায় যে মন ঢাকে নিরাশাতে পৃথিবী হারিয়ে যায় যে মন ঢাকে নিরাশাতে মনের জলসা ঘরে বাতি নেভে না তো অশ্রু সুখের দুঃখের যাই হোক সে শুধু জল তো অশ্রু সুখের দুঃখের যাই হোক সে শুধু জল তো চোখের জলের কোন আর নাম হয় না তো খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো দিনরাত সাথে বাঁধা তবু সাথে চলে না তো
Writer(s): Anu Malik, Mukul Dutta Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out