Créditos

PERFORMING ARTISTS
Bratati Bandopadhyay
Bratati Bandopadhyay
Performer
Bratati Parampara
Bratati Parampara
Performer
COMPOSITION & LYRICS
Subho Dasgupta
Subho Dasgupta
Songwriter

Letra

একটি হাতে চন্দ্র রাখি
অন্য হাতে সূর্য
একটি হাতে মোহন বাঁশি
অন্য হাতে তূর্য
একপাশে ওই পাহাড় নদী
অন্যদিকে ঝর্না
আমি মহান ভারতবর্ষ
আমি আলোক বর্না
আমি সে তার রবি শঙ্কর
আমি শরৎ আলী আকবার
পালুস্কারে ভজন আমি
আখতারিবাই গাজাল আমি
আনন্দ সুর ঝর্না
আমি মহান ভারতবর্ষ
আমি আলোক বর্না
বিহুর নাচে আমায় পাবে
গর্ভাছন্দে পাবে আমায়
আমি উদাস ভাটিয়ালি
বাউল আমি আলখাল্লায়
আমার তুলি গণেশপাইন
আমার ব্রাশে ফিদা হুসেন
বরিঠাকুর কাজীনজরুল
আমায় নিয়েই পদ্য লেখেন
গায়েত্রীতে আমি সকাল
বিকেল আমি আজান সুরে
আমায় পাবে সবখানেতে
যেখানে যাও, যতো দূরে
সন্ধিপুজোর সন্ধ্যা আমি
আমি গির্জা বড়দিনের
ধম্মপদের বুদ্ধ আমি
আমি চিরাগ আলাদিনের
আমি তোমার ঘরেই থাকি
হাসিনা অপর নাম
আমি মহান ভারতবর্ষ
চিরো আলোক বর্না
Written by: Subho Dasgupta
instagramSharePathic_arrow_out

Loading...