Vídeo de música

Amay Prashna Kare Neel Dhrubatara with lyric | আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা | Hemanta Mukherjee
Veja o vídeo de música de {trackName} de {artistName}

Créditos

PERFORMING ARTISTS
Hemanta Mukherjee
Hemanta Mukherjee
Lead Vocals
COMPOSITION & LYRICS
Salil Chowdhury
Salil Chowdhury
Songwriter

Letra

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রবো দিশাহারা, রবো দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবনও সারা, এ জীবনও সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রবো দিশাহারা, রবো দিশাহারা কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রবো দিশাহারা, রবো দিশাহারা আমি পথ খুঁজি নাকো, পথ মোরে খোঁজে মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে আমি পথ খুঁজি নাকো, পথ মোরে খোঁজে মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে আমার চতুর পাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারিত গতিহীনও ধারা, গতিহীনও ধারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রবো দিশাহারা, রবো দিশাহারা
Writer(s): Salil Choudhury Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out