Créditos
PERFORMING ARTISTS
Jayati Chakraborty
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Letra
প্রাণে খুশির তুফান উঠেছে, উঠেছে
প্রাণে খুশির তুফান
ভয়-ভাবনার বাধা টুটেছে, টুটেছে
প্রাণে খুশির তুফান উঠেছে, উঠেছে
প্রাণে খুশির তুফান
দুঃখকে আজ কঠিন বলে
জড়িয়ে ধরতে বুকের তলে
দুঃখকে আজ কঠিন বলে
জড়িয়ে ধরতে বুকের তলে
উধাও হয়ে হৃদয় ছুটেছে, ছুটেছে
প্রাণে খুশির তুফান উঠেছে, উঠেছে
প্রাণে খুশির তুফান
হেথায় কারো ঠাঁই হবে না
মনে ছিল এই ভাবনা
দুয়ার ভেঙে সবাই জুটেছে, জুটেছে
হেথায় কারো ঠাঁই হবে না
মনে ছিল এই ভাবনা
দুয়ার ভেঙে সবাই জুটেছে, জুটেছে
যতন করে আপনাকে যে
রেখেছিলেম ধুয়ে মেজে
যতন করে আপনাকে যে
রেখেছিলেম ধুয়ে মেজে
আনন্দে সে ধুলায় লুটেছে, লুটেছে
প্রাণে খুশির তুফান উঠেছে, উঠেছে
প্রাণে খুশির তুফান
ভয়-ভাবনার বাধা টুটেছে, টুটেছে
প্রাণে খুশির তুফান উঠেছে, উঠেছে
প্রাণে খুশির তুফান
Written by: Rabindranath Tagore

