Vídeo de música

Créditos

PERFORMING ARTISTS
Susmita Goswami
Susmita Goswami
Performer
COMPOSITION & LYRICS
Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
Songwriter

Letra

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন আসেনি দখনে হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোল আসেনি দখনে হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে শিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে রে ঘুম, রাঙবে রে কপোল শিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে রে ঘুম, রাঙবে রে কপোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙ্গা আসবে ফুলেল বান ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙ্গা আসবে ফুলের বান কুঁড়িদের ওষ্ঠপুটে লুটবে হাসি, ফুটবে গালে টোল কুঁড়িদের ওষ্ঠপুটে লুটবে হাসি, ফুটবে গালে টোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে, কূল পেলিনে আর কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে, কূল পেলিনে আর ফুলে তোর বুক ভরেছিস, আজকে জলে ভর রে আঁখির কোল ফুলে তোর বুক ভরেছিস, আজকে জলে ভর রে আঁখির কোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল দিসনে আজি দোল দিসনে আজি দোল
Writer(s): Kazi Nazrul Islam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out