Créditos

PERFORMING ARTISTS
Shawon Gaanwala
Shawon Gaanwala
Performer
COMPOSITION & LYRICS
Arup
Arup
Composer
Mehedi Hassan Jony
Mehedi Hassan Jony
Songwriter

Letra

তোমায় ঘিরে যদি বাঁচতে শিখি
বলো দোষ কোথায়
তোমায় ভেবে যদি ভালো থাকি
তবে তুমি কোথায়?
তোমার চোখে যদি স্বপ্ন দেখি
তবে জাগো কেন?
তোমার মনজুড়ে করি খেলা
আছি আমি জেনো
এ সময় একা হয় যদি
তবে একা করে চলে যাবার
কেন এত বাহানা?
এই আমি আছি ঘিরে তোমায়
তোমায়
তোমায়
তোমায়
মিছে সে মায়ায় আমাকে রেখে দূরে
কত গভীরে
ছেড়ে আমায় আছো সে দেয়ালজুড়ে
খুব আদরে
হয় না সকাল তুমি ছাড়া
অপূর্ণতায় সব দিশেহারা
যদি হয় ভুল কবিতায়
খুব আদরে জড়াও মায়ায়
এ সময় একা হয় যদি
তবে একা করে চলে যাবার
কেন এত বাহানা?
এই আমি আছি ঘিরে তোমায়
তোমায়
তোমায়
তোমায়
Written by: Arup, Mehedi Hassan Jony
instagramSharePathic_arrow_out

Loading...