Créditos

PERFORMING ARTISTS
Prasenjit Mallick
Prasenjit Mallick
Performer
Dipanwita Chowdhury
Dipanwita Chowdhury
Performer
COMPOSITION & LYRICS
Prasenjit Mallick
Prasenjit Mallick
Lyrics
Dev Sen
Dev Sen
Composer

Letra

জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর ইচ্ছে করে তোর শহরে থাকতে সন্ধ্যে-সকাল ইচ্ছে করে জ্বালতে আলো, জ্বালাতে রঙমশাল ইচ্ছে করে তোর শহরে থাকতে সন্ধ্যে-সকাল ইচ্ছে করে জ্বালতে আলো, জ্বালাতে রঙমশাল জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর মনে মনে ফুটে আছি ফুল হয়ে আনমনে করে ফেলা ভুল হয়ে আদরে, আনমনে, মনের ফাগুনে মনে মনে ফুটে আছি ফুল হয়ে আনমনে করে ফেলা ভুল হয়ে আদরে, আনমনে, মনের ফাগুনে জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর ইচ্ছে করে ভিজতে আমার, ভিজতে তোর বর্ষাতে ইচ্ছে করে থাকতে আমার, থাকতে তোর ভরসাতে জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর চুপিচুপি জমে থাকে গল্প তোর হতে হতে হয়ে আসে অল্প ভোর আঁচলে, আবেশে, মনের আকাশে চুপিচুপি জমে থাকে গল্প তোর হতে হতে হয়ে আসে অল্প ভোর আঁচলে, আবেশে, মনের আকাশে জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর
Writer(s): Prasen, Dev Sen Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out