Letra

যত্ন করে রাখিস স্মৃতি পিঞ্জিরাতে রাখিস বাঁধি এই আমি আজ যাচ্ছি চলে ফিরবো না তোর মনের কোণে যত্ন করে রাখিস স্মৃতি পিঞ্জিরাতে রাখিস বাঁধি এই আমি আজ যাচ্ছি চলে ফিরবো না তোর মনের কোণে ও বেঈমান, বেঈমান, বেঈমান রে ও মাইয়া, তুই বড়ো বেঈমান রে বেঈমান, বেঈমান, বেঈমান রে ও মাইয়া, তুই বড়ো বেঈমান রে বেঈমান, বেঈমান, বেঈমান রে ও মাইয়া, তুই বড়ো বেঈমান রে Sim card-এর ওই office জানে কত কান্না জমা auto record-এ মোবাইলটাও আজ বোবা বনেছে তুই ছাড়া সেও হায় কথা ভুলেছে Sim card-এর ওই office জানে কত কান্না জমা auto record-এ মোবাইলটাও আজ বোবা বনেছে তুই ছাড়া সেও হায় কথা ভুলেছে ও বেঈমান, বেঈমান, বেঈমান রে ও মাইয়া, তুই বড়ো বেঈমান রে বেঈমান, বেঈমান, বেঈমান রে ও মাইয়া, তুই বড়ো বেঈমান রে বেঈমান, বেঈমান, বেঈমান রে ও মাইয়া, তুই বড়ো বেঈমান রে প্রেমিকাটা হায় রে গেছে হারিয়ে ছেলেটা তাই আজ ভালো নাই রে বহুদূরে আনমনে ভাবছে সে খুব চিরতরে আজ রে পাড়বে সে ঘুম প্রেমিকাটা হায় রে গেছে হারিয়ে ছেলেটা তাই আজ ভালো নাই রে বহুদূরে আনমনে ভাবছে সে খুব চিরতরে আজ রে পাড়বে সে ঘুম ও বেঈমান, বেঈমান, বেঈমান রে ও মাইয়া, তুই বড়ো বেঈমান রে বেঈমান, বেঈমান, বেঈমান রে ও মাইয়া, তুই বড়ো বেঈমান রে বেঈমান, বেঈমান, বেঈমান রে ও মাইয়া, তুই বড়ো বেঈমান রে বেঈমান, বেঈমান, বেঈমান রে ও মাইয়া, তুই বড়ো বেঈমান রে বেঈমান, বেঈমান, বেঈমান রে ও মাইয়া, তুই বড়ো বেঈমান রে
Writer(s): Jami Ul Hasan, Mayaz Hossain Roky Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out