Créditos
PERFORMING ARTISTS
Rupankar
Performer
COMPOSITION & LYRICS
Amit Banerjee
Composer
Saikat Kundu
Lyrics
Letra
যে পাথর বুকে তোর
চোখের ভিতর গলে
তাকে বুঝি মন বলে কেউ
যা উড়ায়, না ফুরায়
জুড়ালে আগুন জ্বালে
কেন তাকে বুঝল না কেউ?
ঢেউ ওঠে ঢেউ, আরো ঢেউ
তাকে বুঝি মন বলে কেউ
যে পাথর বুকে তোর
চোখের ভিতর গলে
তাকে বুঝি মন বলে কেউ
মাটি ভেবে তাকে পুঁতেছি এ বুকে
থাক একা স্বপ্ন সবুজ
ফুল হয়ে মাটি কী জানি কী সুখে
দুলে উঠে এমনই অবুঝ
ঢেউ শুধু ঢেউ, আরো ঢেউ
কেন তাকে বুঝল না কেউ?
যে পাথর বুকে তোর
চোখের ভিতর গলে
তাকে বুঝি মন বলে কেউ
আয় হাওয়া তারই নাম লিখি জলে
রোদ লেখে, লিখছে জীবন
সেও লিখে গেছে ভালোবাসে বলে
কখনো সে হয় না আপন
ঢেউ ওঠে ঢেউ, আরো ঢেউ
কেন তাকে বুঝল না কেউ?
যে পাথর বুকে তোর
চোখের ভিতর গলে
তাকে বুঝি মন বলে কেউ
যা উড়ায়, না ফুরায়
জুড়ালে আগুন জ্বালে
কেন তাকে বুঝল না কেউ?
ঢেউ ওঠে ঢেউ, আরো ঢেউ
তাকে বুঝি মন বলে কেউ
Written by: Amit Banerjee, Saikat Kundu

