Créditos
PERFORMING ARTISTS
Pramita Mallick
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
PRODUCTION & ENGINEERING
Gopa Roy
Producer
Letra
সকরুণ বেণু বাজায়ে কে যায়
কে যায় বিদেশী নায়ে
সকরুণ বেণু বাজায়ে কে যায়
কে যায় বিদেশী নায়ে
তাহারি রাগিণী লাগিল, লাগিল গায়ে
সে সুর বাহিয়া ভেসে আসে কার
সুদূর বিরহবিধুর হিয়ার অজানা বেদনা
সাগরবেলার অধীর বায়ে, বনের ছায়ে
সকরুণ বেণু বাজায়ে কে যায়
কে যায় বিদেশী নায়ে
তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝে
শরৎশিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে
তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝে
শরৎশিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে
ছবি মনে আনে আলোতে ও গীতে
যেন জনহীন নদীপথটিতে
কে চলেছে জলে কলস ভরিতে
অলস পায়ে বনের ছায়ে
সকরুণ বেণু বাজায়ে কে যায়
কে যায় বিদেশী নায়ে
সকরুণ বেণু বাজায়ে কে যায়
কে যায় বিদেশী নায়ে
Written by: Rabindranath Tagore

