Vídeo de música

Dugga Elo (ORIGINAL)
Veja o vídeo de música de {trackName} de {artistName}

Top de canções de Akriti Kakar, Debanjali B Joshi

Créditos

PERFORMING ARTISTS
Akriti Kakar, Debanjali B Joshi
Akriti Kakar, Debanjali B Joshi
Performer
COMPOSITION & LYRICS
Ajay Singha
Ajay Singha
Songwriter
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Letra

শিউলি ফুলের নোলক দেবো, দেবো কাঁচের চুড়ি শিউলি ফুলের নোলক দেবো, দেবো কাঁচের চুড়ি খোঁপায় আমি বেঁধে দেবো হলুদ সোনাঝুরী নূপুর দেবো ঝুমকো লতার, কলকা পাড়ের শাড়ি শালুক ফুলের মেঘ মুলুকে হাওয়ায় টানে গাড়ি ও, কাশফুলের ঐ দুধ সাদা রং আকাশ বুঝি সাজে অন্ধকারের রাত পেরিয়ে আলোয় বাঁশি বাজে দুগ্গা এলো, দুগ্গা এলো, মন লাগে না রে বুকের ভেতর ঢ্যাংকুরাকুর বাদ্যি বাজে রে দুগ্গা এলো, দুগ্গা এলো, মন লাগে না রে বুকের ভেতর ঢ্যাংকুরাকুর বাদ্যি বাজে রে দুগ্গা এলো, দুগ্গা এলো দুগ্গা এলো, দুগ্গা এলো দুগ্গা এলো, দুগ্গা এলো দুগ্গা এলো, দুগ্গা এলো মা যে আমার দশভূজা, আগলে রাখে সব ধনধান্য পুষ্পে এবার সাজাবো উৎসব ও, মা যে আমার দশভূজা, আগলে রাখে সব ধনধান্য পুষ্পে এবার সাজাবো উৎসব হাজার বিপদ ঘনিয়ে এলে করবো না আর ভয় সবাই মিলে বলো এবার "দুগ্গা মায়ের জয়" সব ভালো হোক দু'হাত পেতে মায়ের কাছে চাই আশ্বিনের এই শারদ প্রাতে আনন্দগান গাই দুগ্গা এলো, দুগ্গা এলো, মন লাগে না রে বুকের ভেতর ঢ্যাংকুরাকুর বাদ্যি বাজে রে দুগ্গা এলো, দুগ্গা এলো, মন লাগে না রে বুকের ভেতর ঢ্যাংকুরাকুর বাদ্যি বাজে রে দুগ্গা এলো, দুগ্গা এলো দুগ্গা এলো, দুগ্গা এলো দুগ্গা এলো, দুগ্গা এলো দুগ্গা এলো, দুগ্গা এলো অঞ্জলি আর সন্ধি পুজো, পঞ্চ প্রদীপ জ্বালো ত্রিনয়নী মাগো তুমি ভুবনজোড়া আলো ও, অঞ্জলি আর সন্ধি পুজো, পঞ্চ প্রদীপ জ্বালো ত্রিনয়নী মাগো তুমি ভুবনজোড়া আলো আর যেও না মাগো তুমি, থাকো সবার ঘরে অসুখবিনাশে যেন দূর্গা বসত করে সব ভালো হোক দু'হাত পেতে মায়ের কাছে চাই আশ্বিনের এই শারদ প্রাতে আনন্দগান গাই দুগ্গা এলো, দুগ্গা এলো, মন লাগে না রে বুকের ভেতর ঢ্যাংকুরাকুর বাদ্যি বাজে রে দুগ্গা এলো, দুগ্গা এলো, মন লাগে না রে বুকের ভেতর ঢ্যাংকুরাকুর বাদ্যি বাজে রে দুগ্গা এলো, দুগ্গা এলো দুগ্গা এলো, দুগ্গা এলো দুগ্গা এলো, দুগ্গা এলো দুগ্গা এলো, দুগ্গা এলো
Writer(s): Rajib Chakraborty, Ajay Singha Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out