Créditos
PERFORMING ARTISTS
Arijit Singh
Performer
Indraadip Dasgupta
Performer
COMPOSITION & LYRICS
Indraadip Dasgupta
Composer
Prasen
Lyrics
PRODUCTION & ENGINEERING
SVF
Producer
Letra
আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার
তুমি বৃষ্টি হয়ে নামলে
তুমি বৃষ্টি হয়ে নামলে
আর কমলো চিন্তা আমার
আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার
হালকা হাওয়ার মতন
চাইছি এসো এখন
করছে তোমায় দেখে
অল্প বেইমানী মন
বাঁধবো তোমার সাথে
আমি আমার জীবন
আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার
চাইলে আশকারা পাক
বেঁচে থাকার কারণ
আজকে হাতছাড়া যাক
ব্যস্ততার বারণ
লিখবো তোমার হাতে
আমি আমার মরণ
আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার
তুমি বৃষ্টি হয়ে নামলে
তুমি বৃষ্টি হয়ে নামলে
আর কমলো চিন্তা আমার
Written by: Indraadip Dasgupta, Prasen

