Créditos

PERFORMING ARTISTS
Purabi Dutta
Purabi Dutta
Lead Vocals
Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
Music Director
COMPOSITION & LYRICS
Prabir Banerjee
Prabir Banerjee
Songwriter
Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
Songwriter
PRODUCTION & ENGINEERING
Raga Music Communications Pvt Ltd
Raga Music Communications Pvt Ltd
Producer

Letra

প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ
প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ
বাহুর বাঁধন আছে, মালায় কী সাধ?
প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ
প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ
ফুল আনিয়ো না ভবনে
ফুল আনিয়ো না ভবনে
আনিয়ো না ভবনে, আনিয়ো
ফুল আনিয়ো না ভবনে
কেশের সুবাস তব ঘনাক মনে
হিয়ার লাগি মোর হৃদয় কাঁদে
হিয়ার লাগি মোর হৃদয় কাঁদে
চন্দন লাগে বিস্বাদ
প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ
প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ
খোলো গুন্ঠন, ফেলে দাও আভরণ
হাতে রাখো হাত, তোলো আনত নয়ন
খোলো গুন্ঠন, ফেলে দাও আভরণ
হাতে রাখো হাত, তোলো আনত নয়ন
বাহিরে বহুক বাতাস
বাহিরে বহুক বাতাস
বহুক বাতাস
বাহিরে বহুক বাতাস
বক্ষে লাগুক মোর তব ঘন শ্বাস
চম্পার ডালে বসে মোদেরে দেখে
চম্পার ডালে বসে মোদেরে দেখে
কুহু আর পাপিয়ায় করুক বিবাদ
প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ
বাহুর বাঁধন আছে, মালায় কী সাধ?
প্রদীপ নিভায়ে দাও, প্রদীপ নিভায়ে দাও
প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ
Written by: Kalyan Sen Barat, Kazi Nazrul Islam
instagramSharePathic_arrow_out

Loading...