Vídeo de música

Vídeo de música

Créditos

PERFORMING ARTISTS
Ritu Raj
Ritu Raj
Performer
Nandita
Nandita
Performer
COMPOSITION & LYRICS
Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
Songwriter
Syed Gousul Alam
Syed Gousul Alam
Lyrics
Shuvendu Das Shuvo
Shuvendu Das Shuvo
Arranger
PRODUCTION & ENGINEERING
Arnob
Arnob
Producer

Letra

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল
আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল
আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল
{Verse 1]
আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন
আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন
আসেনি দখনে হাওয়া, গজল গাওয়া, মৌমাছি বিভোল
আসেনি দখনে হাওয়া, গজল গাওয়া, মৌমাছি বিভোল
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল
{Verse 2]
কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে
কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে
শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপোল
শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপোল
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল
দোল, দোল, দোল দিয়েছি ঘুম ভেঙেছে কই?
ফাগুন এসে ডাক দিয়ে যায়, "ওঠ লো এবার সই"
দোল, দোল, দোল দিয়েছি ঘুম ভেঙেছে কই?
ফাগুন এসে ডাক দিয়ে যায়, "ওঠ লো এবার সই"
ভাঙাবোই ঘুম তোর, আশাতে-নেশাতে না জেগে জেগে রই
দখিনা এলো ওই, অলিরা-পাখিরা তোমারই প্রেমেতে রই
"ওঠ, ওঠ, ওঠ" লো রে সই, ফাগুন এলো ঐ
দখিন হাওয়া ডাক দিয়ে যায়, মনের মানুষ কই?
"ওঠ, ওঠ, ওঠ" লো রে সই, ফাগুন এলো ঐ
দখিন হাওয়া ডাক দিয়ে যায়, মনের মানুষ কই?
Written by: Kazi Nazrul Islam, Syed Gousul Alam, Syed Gousul Alam Shaon
instagramSharePathic_arrow_out

Loading...