Créditos
COMPOSITION & LYRICS
Sohan Ali
Composer
Letra
তোমার আকাশ ধরার সখ, আমার সমুদ্দুরে চোখ
আমি কী আর দেবো বলো? তোমার শুধুই ভালো হোক
তোমার ভোলা-ভালা হাসি, আমার বুকের ভেতর ঝড়
তুমি চলতি ট্রেনের হাওয়া, আমি কাঁপি থরথর
তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায়?
আমি কী একঘরে থাকি, ছিল কত কথা বাকি
তোমার গোপন সবই রয়, আমার আপন মনে হয়
আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কীসের ভয়?
তোমার নরম, কাতর হাত, আমার দিনের মতো রাত
তুমি ঝিনুক কোড়াও যদি আমি হবো শান্ত নদী
আমার আসার সময় হলে, তুমি হাত ফুচকে গেলে
তোমার যাবার পায় তারা, আমি হই যে দিশেহারা
তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ
তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় জোছনা
তোমার গোপন সবই রয়, আমার আপন মনে হয়
আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কীসের ভয়?
তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ
তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় জোছনা
তোমার গোপন সবই রয়, আমার আপন মনে হয়
আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কীসের ভয়?
Written by: Sohan Ali

