Créditos
COMPOSITION & LYRICS
Pritom Hasan
Songwriter
Sammam Junaid
Songwriter
Letra
যদি রাত কাটে নির্ঘুম
জেনো আমি জেগে আছি
হবো নিশি পাওয়া জোনাকি
কিংবা রাতের পাখি
শুধু গল্প বলে বলে যাওয়া বৃথা সবই
হৃদয়ের আড়ালে
তুমি জড়ো করে নিও নিজহাতে
যদি রাত কাটে নির্ঘুম
জেনো আমি জেগে আছি
হবো নিশি পাওয়া জোনাকি
কিংবা রাতের পাখি
দেখো কত শত ভাঙা মন
আবারও ভালোবাসে
তুমি ছুড়ে ফেলে স্মৃতি
ভাসো রাতেরই আকাশে
আঁধার ঘেরা এ রাত
স্তব্ধ করে আবার
তুমি আমাকে ভেবে নিও
আলোয় ভেঙে দেবার
তোমায় ছাড়া এ পথ
হাঁটতে চাইনা আর
তুমি না থাকলে পাশে
ভুল হয় বারেবার
শুধু গল্প বলে বলে যাওয়া বৃথা সবই
হৃদয়ের আড়ালে
তুমি জড়ো করে নিও নিজহাতে
যদি রাত কাটে নির্ঘুম
জেনো আমি জেগে আছি
হবো নিশি পাওয়া জোনাকি
কিংবা রাতের পাখি
দেখো কত শত ভাঙা মন
আবারও ভালোবাসে
তুমি ছুড়ে ফেলে স্মৃতি
ভাসো রাতেরই আকাশে
তুমি ছুড়ে ফেলে স্মৃতি
ভাসো রাতেরই আকাশে।
Written by: Pritom Hasan, Sammam Junaid