Vídeo de música

Vídeo de música

Créditos

PERFORMING ARTISTS
Andrew Kishore
Andrew Kishore
Performer
COMPOSITION & LYRICS
A. Hye Abdul Hadi
A. Hye Abdul Hadi
Songwriter
Sheikh Sadi Khan
Sheikh Sadi Khan
Songwriter
M. Jamil Minto
M. Jamil Minto
Songwriter

Letra

মন শুধু চায় তোমাকে
বলো না কোথায় হারালে
কোন সে মেঘের আড়ালে
মন শুধু চায় তোমাকে
বলো না কোথায় হারালে
কোন সে মেঘের আড়ালে
চেয়ে থাকি রাত জাগা ঘুম ভাঙ্গা নয়নে
মিটিমিটি জোনাকীর মায়া ঝরা স্বপনে
চেয়ে থাকি রাত জাগা ঘুম ভাঙ্গা নয়নে
মিটিমিটি জোনাকীর মায়া ঝরা স্বপনে
খুঁজে খুঁজে ফিরি তারাদের ওই মিছিলে
মন শুধু চায় তোমাকে
বলো না কোথায় হারালে
কোন সে মেঘের আড়ালে
ছবি আঁকি হৃদয়ের রংতুলি সাজিয়ে
আসবে কখন রুমঝুম মল পায়ে বাজিয়ে
ছবি আঁকি হৃদয়ের রংতুলি সাজিয়ে
আসবে কখন রুমঝুম মল পায়ে বাজিয়ে
মনের আবেগ কি আমায়
বকুলের মালা শুকালে
মন শুধু চায় তোমাকে
বলো না কোথায় হারালে
কোন সে মেঘের আড়ালে
মন শুধু চায় তোমাকে
বলো না কোথায় হারালে
কোন সে মেঘের আড়ালে
Written by: A. Hye Abdul Hadi, M. Jamil Minto, Sheikh Sadi Khan
instagramSharePathic_arrow_out

Loading...