Créditos

PERFORMING ARTISTS
Folk Studio Bangla
Folk Studio Bangla
Performer
Malabi Banerjee
Malabi Banerjee
Vocals
COMPOSITION & LYRICS
Debojyoti Mishra
Debojyoti Mishra
Composer
Rabindranath Tagore
Rabindranath Tagore
Composer
Argha Banerjee
Argha Banerjee
Arranger
PRODUCTION & ENGINEERING
Argha Banerjee
Argha Banerjee
Mixing Engineer

Letra

[Chorus]
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 1]
চিরদিন তোমার আকাশ
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে—
ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 2]
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে
মরি হায়, হায় রে—
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে
ও মা, অঘ্রানে তোর ভরা খেতে কী দেখেছি
আমি কী দেখেছি মধুর হাসি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 3]
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো!
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
মরি হায়, হায় রে—
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন—
ও মা, আমি নয়ন জলে ভাসি
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...