Créditos
PERFORMING ARTISTS
Mahtim Shakib
Performer
COMPOSITION & LYRICS
Suman Kalyan
Composer
Prosenjit Ojha
Songwriter
Letra
মেঘের সেতু
শিল্পী : মাহতিম শাকিব
গীতিকবি : প্রসেনজিৎ ওঝা
সুরকার : সুমন কল্যান
লেবেল : প্রোটিউন
২০/০৬/২০২৩
তোমার আমার এই বিরহে
মেঘ বেঁধে দিক সেতু।
তুমি আসবেনা
আমিও যাবোনা
কেউ কারো আর ঠিকানায় যেহেতু।।
তোমার আমার এই বিরহে
মেঘ বেঁধে দিক সেতু।।
বৃষ্টির রঙে দৃষ্টি হোক ঝাপসা।
রঙিন কাঁচে
স্মৃতি হয়ে থাক আবছা।। ২
কাছে না আসার থাকুক নানান হেতু।
কাছে না যাওয়ার থাকুক নানান হেতু।।
তুমি আসবেনা
আমিও যাবোনা
কেউ কারো আর ঠিকানায় যেহেতু।।
তোমার আমার এই বিরহে
মেঘ বেঁধে দিক সেতু।।
স্বপ্ন ভাঙ্গার শব্দ শুনব দুজনে।
হয়তো ফাগুন
চলে যাবে মৃদু রোদনে।। ২
কাছে না চাওয়ার থাকুক নানান হেতু।
কাছে না পাওয়ার থাকুক নানান হেতু।।
তুমি আসবেনা
আমিও যাবোনা
কেউ কারো আর ঠিকানায় যেহেতু।।
তোমার আমার এই বিরহে
মেঘ বেঁধে দিক সেতু।।
Written by: Prosenjit Ojha, Suman Kalyan

