Letra

খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেড়ি ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় আট কুঠুরী নয় দরজা আঁটা মধ্যে মধ্যে ঝরকা কাঁটা আট কুঠুরী নয় দরজা আঁটা মধ্যে মধ্যে ঝরকা কাঁটা তার উপরে সদর কোঠা তার উপরে সদর কোঠা আয়না মহল তায় কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার খাঁচা ভেঙ্গে পাখি আমার খাঁচা ভেঙ্গে পাখি আমার কোন খানে পালায় কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় মন তুই রইলি খাঁচার আশে খাঁচা যে তোর কাঁচা বাঁশে মন তুই রইলি খাঁচার আশে খাঁচা যে তোর কাঁচা বাঁশে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন কেঁদে কয় কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
Writer(s): Shunno Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out