Создатели
ИСПОЛНИТЕЛИ
Andrew Kishore
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Alam Khan
Композитор
Syed Shamsul Haq
Автор песен
Слова
তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ রে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া
তোরা দেখ, দেখ, দেখ রে চাহিয়া
রাস্তা দিয়াই হাঁইটা চলে রাস্তা হারাইয়া
তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ রে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া
হাতের কাছে এইতো মানিক
সামনে এসে দাঁড়ায় খানিক
হাতের কাছে এইতো মানিক
সামনে এসে দাঁড়ায় খানিক
আবার, আবার অন্য দিকে যায় চলে সে
মুখটি ফিরাইয়া
তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ রে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া
তোরা দেখ, দেখ, দেখ রে চাহিয়া
রাস্তা দিয়াই হাঁইটা চলে রাস্তা হারাইয়া
ইষ্টিশনে আসলো গাড়ি
উঠতে হবে তাড়াতাড়ি
ইষ্টিশনে আসলো গাড়ি
উঠতে হবে তাড়াতাড়ি
ও পাগল, ও পাগল সঙ্গে আছে টিকিট
তবু পায় না খুঁজিয়া
তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ রে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া
তোরা দেখ, দেখ, দেখ রে চাহিয়া
রাস্তা দিয়াই হাঁইটা চলে রাস্তা হারাইয়া
এই বাজারে আনাগোনা
না করিলেও বেচাকেনা
এই বাজারে আনাগোনা
না করিলেও বেচাকেনা
মহাজন, মহাজন ছাড়বে না তো খাতায় দেনা
রাখবে লিখিয়া
তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ রে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া
তোরা দেখ, দেখ, দেখ রে চাহিয়া
Written by: Alam Khan, Syed Shamsul Haq

