album cover
Chhaddobesh
13
Indian Pop
Трек «Chhaddobesh» вышел в 23 декабря 2016 г. г. на альбоме « » (лейбл «Asha Audio Company»)Chapter Three
album cover
АльбомChapter Three
Дата релиза23 декабря 2016 г.
ЛейблAsha Audio Company
Мелодичность
Акустичность
Валанс
Танцевальность
Энергия
BPM106

Видео

Видео

Создатели

Слова

জমছে ধুলো, ইচ্ছেগুলো
নিয়ম মতোই জমতে থাক
এই তো সবে বিক্রি হবে
আমার কথা চুলোয় যাক
দারুণ শীতে, sugar free-তে
জমাট বাঁধে স্বপ্ন রোজ
প্রতি রাতে শূন্য হাতে
চলছে, চলবে তোমার খোঁজ
এই তো আমার ছদ্মবেশ
খাচ্ছি-দাচ্ছি, আছি বেশ
ক্ষিদে তবু বাড়ছে বেশ
আমার রাজ্য, আমার দেশ
দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ
আমার চিহ্ন আজ ছিন্নভিন্ন
বাড়ছে মজুর, কমছে ক্ষেত
আমার শোকে, অবাক চোখে
শহীদ মিনারে জমায়েত
আমার দেশে আমি যে-সে
ধুলোয় মেশে আমার ঘর
আমার আমি নরকগামী
ভীষণ দামী, স্বার্থপর
এই তো আমার ছদ্মবেশ
খাচ্ছি-দাচ্ছি, আছি বেশ
ক্ষিদে তবু বাড়ছে বেশ
আমার রাজ্য, আমার দেশ
দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ
এই তো আমার ছদ্মবেশ
খাচ্ছি-দাচ্ছি, আছি বেশ
ক্ষিদে তবু বাড়ছে বেশ
আমার রাজ্য, আমার দেশ
দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...