Создатели
ИСПОЛНИТЕЛИ
Sanjeeb Chaudhury
Исполнитель
Bappa Mazumder
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Bappa Mazumder
Композитор
Zulfiqar Russell
Автор песен
Слова
তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
ডাইনে তোমার চাচার বাড়ি
বাঁয়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না
অন্তরে থাক পদ্ম-গোলাপ
গদ্যে-পদ্যে আঁকছি মুখ
ঘুরতে ছিলাম রঙের মেলায়
অপূর্ব সেই তোমার চোখ
অমন পলক ফেলতে তো কেউ পারে না
অমন পলক ফেলতে তো কেউ পারে না
তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরৎ চাইনি কোনো দিন
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ
মন হারালেও মনের মানুষ হারে না
মন হারালেও মনের মানুষ হারে না
তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
ডাইনে তোমার চাচার বাড়ি
বাঁয়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা
Written by: Bappa Mazumder, Zulfiqar Russell

