Создатели
Слова
কোথা যে উধাও হল
মোর প্রাণ উদাসী
আজি ভরা বাদরে
কোথা যে উধাও হল
ঘন ঘন গুরু গুরু গরজিছে
ঘন ঘন গুরু গুরু গরজিছে
ঝরো ঝরো নামে
দিকে দিগন্তে জলধারা
মন ছুটে শূন্যে শূন্যে অনন্তে
অশান্ত বাতাসে
কোথা যে উধাও হল
মোর প্রাণ উদাসী
আজি ভরা বাদরে
কোথা যে উধাও হল

