Видео

Redz - Ekbar Daraw Bondhu ft. Ash Boii, Sony Achiba || Official Music Video 2017
Смотреть видео на песню «{artistName} — {trackName}»

Слова

একবার দাড়াও বন্ধু একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ দাড়াও নাইলে প্রেমাগুনে করে দিমু খাগ একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ একটা কথা কই রে বন্ধু না কইরো রাগ একটা কথা কই রে বন্ধু না কইরো রাগ আমার ছেড়ে কাহার সংগে এতো ইতিবাক একবার দাড়াও বন্ধু একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ আমি কি দিসলাম নাহ তোমায় আদর ও সোহাগ আমি কি দিসলাম নাহ তোমায় আদর ও সোহাগ অভাগিনী নারীর প্রেমে দিখায়লায় দিমাগ একবার দাড়াও বন্ধু একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ কত নিশি গেল আমার কাটিয়া সজাগ কত নিশি গেল আমার কাটিয়া সজাগ এখন আমার আন্ধাইর ঘড়ে জ্বলে না চিরাগ একবার দাড়াও বন্ধু একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ রমিজ পাগল মরে যদি লইয়া প্রেমে রাগ রমিজ পাগল মরে যদি লইয়া প্রেমে রাগ শেষ বিচারে দিখাইব বুকের পোড়া দাগ একবার দাড়াও বন্ধু একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ দাড়াও নাইলে প্রেমাগুনে করে দিমু খাগ একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ
Writer(s): Redwanur Sumon Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out