Видео

Видео

Создатели

ИСПОЛНИТЕЛИ
Ritu Guha
Ritu Guha
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Rabindranath Tagore
Rabindranath Tagore
Автор песен

Слова

এবেলা ডাক পড়েছে কোন্ খানে
এবেলা আমার ডাক পড়েছে
ফাগুনের ক্লান্ত ক্ষণের...
ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে
এবেলা আমার ডাক পড়েছে
এবেলা ডাক পড়েছে
সেখানে স্তব্ধ বীণার তারে তারে
সুরের খেলা ডুবসাঁতারে
সেখানে চোখ মেলে যার...
সেখানে চোখ মেলে যার পাই নে দেখা
তাহারে মন জানে গো, মন জানে
এবেলা আমার ডাক পড়েছে
এবেলা ডাক পড়েছে
এবেলা মন যেতে চায় কোন্ খানে
এবেলা মন যেতে চায় কোন্ খানে
নিরালায় লুপ্ত পথের সন্ধানে
এবেলা মন যেতে চায় কোন্ খানে
সেখানে মিলনদিনের ভোলা হাসি লুকিয়ে বাজায়
সেখানে মিলনদিনের ভোলা হাসি লুকিয়ে বাজায় করুণ বাঁশি
সেখানে যে কথাটি...
সেখানে যে কথাটি হয়নি বলা
সে কথা রয় কানে গো, রয় কানে
এবেলা আমার ডাক পড়েছে
এবেলা ডাক পড়েছে
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...