Создатели
ИСПОЛНИТЕЛИ
Santanu Roy Chowdhury
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Rabindranath Tagore
Автор песен
Слова
বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান
তুমি কি এমনি শক্তিমান
আমাদের ভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান
তোমাদের এমনি অভিমান
বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান
তুমি কি এমনি শক্তিমান
আমাদের ভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান
তোমাদের এমনি অভিমান
বিধির বাঁধন কাটবে তুমি
চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নীচে
চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নীচে
এত বল নাই রে তোমার, সবে না সেই টান
বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান
তুমি কি এমনি শক্তিমান
আমাদের ভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান
তোমাদের এমনি অভিমান
বিধির বাঁধন কাটবে তুমি
শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও
শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও
হও না যতই বড়ো
হও না যতই বড়ো, আছেন ভগবান
আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে
আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে
বোঝা তোর ভারী হলেই ডুববে তরীখান
বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান
তুমি কি এমনি শক্তিমান
আমাদের ভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান
তোমাদের এমনি অভিমান
বিধির বাঁধন কাটবে তুমি
Written by: Rabindranath Tagore

