Видео

Ami Dur Hote Tomarei Dekhechhi With Lyrics | Hemanta Mukherjee
Смотреть видео на песню «{artistName} — {trackName}»

Создатели

ИСПОЛНИТЕЛИ
Hemanta Mukherjee
Hemanta Mukherjee
Ведущий вокал
МУЗЫКА И СЛОВА
Gauri Prasanna Mazumder
Gauri Prasanna Mazumder
Автор песен

Слова

আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি বাজে কিনিকিনি রিনিঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল ওই রূপের মাধুরি মোর সঞ্চয়ে রেখেছি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি কস্তুরি মৃগ তুমি যেন কস্তুরি মৃগ তুমি আপন গন্ধ ঢেলে এই হৃদয় ছুঁয়ে গেলে সে মায়ায় আপনারে ঢেকেছি ওই কপোলে দেখেছি লাল পদ্ম যেন দল মেলে ফুটেছে সে সদ্য ওই কপোলে দেখেছি লাল পদ্ম যেন দল মেলে ফুটেছে সে সদ্য আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই ডেকেছি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি বাজে কিনিকিনি রিনিঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
Writer(s): Hemant Kumar Mukherjee, Gouri Prasanna Majumdar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out