Слова
মানুষে মানুষে টান
ওসব পুরোনো গান
সেই গান মনে নেই
দুনিয়া পাল্টাবেই
মানুষে মানুষে টান
ওসব পুরোনো গান
সেই গান মনে নেই
দুনিয়া পাল্টাবেই
চেনা মুখ, চেনা হাট
হারিয়েছে এই রাত
বিশু, কালু, শঙ্কর
কোথায় তাদের ঘর?
চেনা ঘর হলো ভাঙা
হতবাক মাছরাঙ্গা
চেনা পুকুরটা নেই
দুনিয়া পাল্টাবেই
একলা কুকুর ডাকে
কেউ চিনবে না তাকে
বৃথাই পাহারা তার
চেনা লোক নেই আর
মুদির দোকানে চেনা
বিস্কুট আসবে না
শঙ্কর মুদি নেই
দুনিয়া পাল্টাবেই
মুদির দোকানে চেনা
বিস্কুট আসবে না
শঙ্কর মুদি নেই
দুনিয়া পাল্টাবেই
Written by: Kabir Suman


