Создатели
ИСПОЛНИТЕЛИ
Kabir Suman
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Kabir Suman
Автор песен
Слова
বিরোধীকে বলতে দাও
বিরোধীকে বলতে দাও
বিরোধীকে বলতে দাও
তোমার ভুলের ফর্দ দিক
বিরোধীকে বাঁচতে দাও
বিরোধীকে বাঁচতে দাও
বিরোধীর দৃষ্টি দিয়েও
সবাই নিজের হিসেব নিক
বিরোধীকে বলতে দাও
বিরোধীকে বলতে দাও
বিরোধীকে বলতে দাও
তোমার ভুলের ফর্দ দিক
বিরোধীকে বাঁচতে দাও
বিরোধীকে বাঁচতে দাও
বিরোধীর দৃষ্টি দিয়েও
সবাই নিজের হিসেব নিক
যুক্তিকে বাঁচতে দাও
যুক্তিকে বাঁচতে দাও
যুক্তির স্বচ্ছ আলোয়
শানিয়ে নিচ্ছি আমার চোখ
বিরোধীর যুক্তিটাও
বন্ধুরা, আমল দাও
বিরোধীর স্বাধীনতাটাই
স্বাধীনতা সাব্যস্ত হোক
বিতর্ক চলতে দাও
বিতর্ক চলতে দাও
বিতর্ক চলতে দাও
নাইবা করলে সন্ধি
বিতর্ক চলতে দাও
বিতর্ক চলতে দাও
বিতর্ক থামলে আমরা
মানসিক প্রতিবন্ধী
বিরুদ্ধ ঢেউ আসুক
বিরুদ্ধ ঢেউ আসুক
বিরুদ্ধ ঢেউ আসুক
উত্তাল হোক নদী
তর্কের ঝড় উঠুক
তর্কের ঝড় উঠুক
তর্কের দামাল হাওয়ায়
নড়ুক কায়েমি গদি
রাজনীতি নাম কেন?
রাজনীতি নাম কেন?
রাজাদের দিন তো কবেই
বিদায় নিয়েছে দেশ থেকে
লোকনীতি জন্ম নিক
লোকনীতি জন্ম নিক
লোকেদের মন্দ-ভালোর
দিকেই কিন্তু চোখ রেখে
নামগুলো পাল্টে দাও
নামগুলো পাল্টে দাও
নামগুলো চিন্তা ভাবনা
করেই রাখাটা দরকারি
দিনগুলো পাল্টে দাও
দিনগুলো পাল্টে দাও
সকলের থালায় আসুক
ডাল-ভাত আর তরকারি
বিরোধীকে বলতে দাও
Written by: Kabir Suman

